স্বাগতবার্তা
একটি শিক্ষিত ও সুশৃঙ্খল জাতি গঠনে নারী-শিক্ষার বিকল্প নেই। যে পরিবারের মাতা শিক্ষিত সে পরিবারের কোন সন্তান অশিক্ষিত থাকতে পারেনা। একজন সুশিক্ষিত নারী হতে পারে সমাজে একটি আলোক বর্তিকা, যার দ্বারা প্রজ্জ্বলিত হতে পারে আরো শত সহস্র জন। এ বিশ্বাসকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন খুলনা মহানগরীতে মেয়েদের জন্য একটি উন্নতমানের আধুনিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ১৯৯২ সাল হতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেন। ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় “খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল”। নব প্রতিষ্ঠিত খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলার জন্য অর্থ সংস্থাপন, ব্যবস্থাপনা, পরিচালনা ইত্যাদি কাজে কর্পোরেশনের নির্বাচিত পরিষদ অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছেন। মাননীয় মেয়র, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও কর্পোরেশনের কর্মককর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজটি পূর্ণাঙ্গতার পথে অগ্রসর হচ্ছে।